• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডালাসে আলো ঝলমলে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের!

প্রকাশিত: ১৮:৩৮, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ডালাসে আলো ঝলমলে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের!

বাংলা ভাষার সিনেমাকে কেন্দ্র করে উত্তর আমেরিকার সবচেয়ে বড় বার্ষিক উৎসব ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ এবার ৮ম বছরে পা রাখছে। তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে জমে উঠবে বাঙালির গল্প, গান, সিনেমা ও শিল্পের এক বহুমাত্রিক উৎসব। তিন দিন, এক শহর, অগণিত গল্প: বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব।

১-৩ আগস্ট, এঞ্জেলিকা ফিল্ম সেন্টার, ডালাসে আয়োজিত এই উৎসবে থাকছে বাংলা সিনেমার শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী-বাংলাদেশ ও ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোর পাশাপাশি নতুন প্রতিশ্রুতিশীল নির্মাতাদের কাজ। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য থাকছে নির্মাতা ও শিল্পীদের সাথে সরাসরি কথোপকথনের সুযোগ, সেলিব্রিটি উপস্থিতি এবং গোলটেবিল আলোচনার বিশেষ পর্ব।

সিনেমা শুধু পর্দায় আটকে থাকবে না, এবার সেটা মিশে যাবে অনুভবে, শিকড়ে, আর এক নতুন শিল্পের রঙে-নকশিকাঁথার ছবিতে। একটা উৎসব, দুটো ধারা- সিনেমা ও ফ্যাশন।

প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য থাকছে দুই বাংলার মননশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গল্পের পর গল্প, পর্দায় জেগে উঠবে সেই সব চেনা-অচেনা বাংলা চলচ্চিত্র- যেখানে কান্না, হাসি, প্রতিবাদ, প্রেম আর ইতিহাস এক সুতোয় গাঁথা।

কিন্তু, এবার শুধু সিনেমা নয়- প্রথমবারের মত এই উৎসবে যুক্ত হচ্ছে ‘নকশিকাঁথার ছবি’। শত শত বছরের বাংলার নারীর সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশিকাঁথা এবার র‍্যাম্পে হাঁটবে, রঙিন আলোয় মঞ্চে প্রাণ পাবে। সৃজনশীল এই প্রয়াসের পেছনে আছেন সৃজনেরহাট- এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, ‘এবার ফ্যাশন এবং সিনেমার মোহনায় গড়ে তুলবে এক নতুন অভিজ্ঞতা। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।’

ডালাসের এই তিনদিনের আয়োজন শুধু প্রবাসী বাংলাভাষীদের জন্য নয়- এ এক বিশ্ববাংলার গল্প, এক শিকড়ের খোঁজ। যেখানে সিনেমা আর সূতো একসাথে গাঁথে সংস্কৃতির নতুন পরিধান।

তিন দিন, এক শহর, এক ইতিহাসের সাক্ষী। বিস্তারিত থাকছে www.srijonerhut.com এই ঠিকানায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2