শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই: মাহিয়া মাহি
মাহিয়া মাহি ও তার ছেলে
সিনেমায় এখন নিয়মিত কাজ করছেন না ঢাকাই নায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ততার পর স্বামী-সন্তানকে সময় দিচ্ছেন এ নায়িকা। এবার মাহি তার একমাত্র ছেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যেখানে দেখা যায় ছেলে আদর করে খাবার তুলে খাচ্ছেন তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মাহি ফেসবুকে ছেলের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাবাজান, আজ তুমি প্রথম নিজ হাতে খাচ্ছো। চিপস খেলে এখন আবার অ্যাভোকাডো খাচ্ছো। কি যে শান্তি লাগছে এসব দেখতে, তোমাকে ঠিক বোঝাতে পারব না।’
মাহি আরও লেখেন, ‘এরপর তুমি প্রথম দাঁড়াবে, মায়ের আঙুল ধরে ওই ছোট ছোট পা দুইটা দিয়ে হাঁটবে, আমি ভাবতেই পারছি না কি যে আনন্দ হবে আমার। বাবাজান জানো, আমি ওই উপরওয়ালার কাছে এই জীবনে আর কিছুই চাই না, শুধু তোমাকে বড় হতে দেখতে চাই। তোমার কাছে থাকতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে প্রতিদিন ঘুমাতে চাই, শেষ নিশ্বাস পর্যন্ত ভালোবাসতে চাই। আল্লাহ তোমাকে আমার মাথার চুল পরিমাণ নেক হায়াৎ দেক।’
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। ২০২৩ সালের ২৮ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন এই দম্পতি।
বিভি/জোহা
মন্তব্য করুন: