• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

নারীবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য নোরা ফাতেহির 

প্রকাশিত: ২১:৩৩, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
নারীবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য নোরা ফাতেহির 

ছবি: নোরা ফাতেহি

নারীবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড সেন্সেশন নোরা ফাতেহি। তিনি মনে করেন, নারীবাদ সমাজকে ধ্বংস করে। সাবলম্বী নারী হয়েও নারীবাদের ধারণাকে পোষণ করেন না নোরা ফাতেহি। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ধারণায় আমার দরকার নেই। নারীবাদ শব্দটা আসলে একটা সি…। এটা একটা ঢেউয়ের মতো প্রবাহিত হচ্ছে। এতে আমি বিশ্বাস করি না। আসলে আমি মনে করি, নারীবাদ আসলে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। 

তিনি বলেন, পাশ্চাত্য-প্রাচ্যের সামাজিক ধ্যান-ধারণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে নারীবাদের নামে বলা হচ্ছে, পুরুষরা আসলে মেয়েদের স্বাধীনতায় বাধা, পুরুষরা খারাপ, বিয়ে কোরো না, সন্তানের জন্ম দিও না, এগুলো সব পুরনো ধ্যান-ধারণা, এইসব…। এগুলো আখেরে সমাজের ক্ষতিই করছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে। 

নোরা আরও বলেন, পুরুষরা খাবার সরবরাহকারী, উপার্জনকারী এবং মহিলা লালনপালনকারী, এতে খারাপ কী আছে! আমার তো খারাপ মনে হয় না! নারীবাদকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক নয়। আমি মনে করি, নারীরা লালন-পালনকারী, হ্যাঁ তবে তাদেরও কাজ করা উচিত এবং তাদেরও নিজস্ব জীবন থাকা উচিত এবং স্বাধীন হওয়া উচিত। তবে সেটাকে নারীবাদের নামে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক নয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা অভিনীত ‘মাদগাঁও এক্সপ্রেস’। এটি পরিচালনা করেছেন কুণাল খেমু।   ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু, প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারি। সূত্র: হিন্দুস্তান টাইম্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2