• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হলেন শ্রীলেখা মিত্র

প্রকাশিত: ১৭:৩৮, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হলেন শ্রীলেখা মিত্র

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রিতে যিনি স্পষ্টবাদী হিসেবে পরিচিত হলেও তার সাবলীল অভিনয় নৈপুণ্যের অনুরাগী অগণিতজন। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। অভিনয়ের পাশাপাশি নতুন এক দায়িত্বে নিয়োজিত হলেন শ্রীলেখা। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হয়েছেন তিনি। আর খবরটি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সার্টিফিকেট শেয়ার করে শ্রীলেখা তার ক্যাপশনে লিখেছেন, 'আমি এটা ডিজার্ভ করি। তাই প্রতিজ্ঞা করছি এই পদের সম্মান রক্ষার্থে নিজের সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।'

পরে হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়া ও মাই রিলিজিয়ন অব লাভ হ্যাশট্যাগ দিয়ে শ্রীলেখা অভিজিৎ রায়কে ধন্যবাদ জানান।

মানবাধিকার রক্ষায় ভীষণ সোচ্চার এই অভিনেত্রী নতুন দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত। তাই তিনি পোস্টে আরো লিখেছেন, 'অমানুষরা এবার আমার থেকে সাবধান।'

নতুন এই দায়িত্বলাভের খবর পেয়ে শ্রীলেখাকে শুভেচ্ছা জানাচ্ছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ইয়েস ইউ ডিজার্ভ ইট মাই ফ্রেন্ড।

শ্রীলেখার ওই পোস্টে পারমিতা মজুমদার নামে আরেকজন লিখেছেন, কংগ্রাটস, প্রাউড অব ইউ।

এমনি অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা বার্তায় ভেসে যাচ্ছে শ্রীলেখা মিত্রের সেই পোস্ট।

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2