• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

প্রকাশিত: ১৯:১৮, ৩১ মে ২০২৪

আপডেট: ১৯:১৯, ৩১ মে ২০২৪

ফন্ট সাইজ
দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

দেশে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ছবির তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন সিনেমার নাম। শুক্রবার (৩১ মে) সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিকৃত হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পেল বাংলাদেশে। বলিউড ও বিশ্বের অন্য দেশের সঙ্গে একইদিনে এই ছবিটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন সংবাদমাধ্যমকে নতুন এই হিন্দি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। খবরটি জানিয়ে তিনি বলেছেন, 'দুপুর তিনটার শো থেকে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তি দেয়া হয়েছে।'

তবে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’র বিনিময়ে ইন্ডিয়াতে বাংলাদেশের কোন ছবি মুক্তি পাচ্ছে সে বিষয়ে কিছু জানাননি অনন্য মামুন। আদৌ বিনিময়ে এদেশের কোনো ছবি সেখানে যায় কিনা সেই বিষয়েও কোনো মন্তব্য করেননি এই পরিচালক।

স্বামীর অনুপ্রেরণায় একজন স্ত্রীর ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটার হয়ে ওঠার গল্প 'মিস্টার এন্ড মিসেস মাহি’।
ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র  ডাক্তার মহিমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসাথে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' হিসেবে পরিচিতি পান সবার কাছে।

পরষ্পরের ক্রিকেটের প্রতি ভালবাসা এবং আবেগ আবিষ্কার করে তারা দুজন। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

প্রসঙ্গত, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন।সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এ ছবি।

 

বিভি/জোহা/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2