এইডস আক্রান্ত হওয়া নিয়ে যা বললেন মমতাজ!

মমতাজ বেগম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে- ‘এইডস আক্রান্ত হয়েছেন মমতাজ’। এ নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। এবার এ নিয়ে মুখ খুললেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।
এইডস আক্রান্ত হওয়া নিয়ে মমতাজ বলেন, ‘এইডস হয়েছে খবরটি গুজব, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’
মমতাজ আরও বলেন, যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, ‘ এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।’
বিভি/জোহা
মন্তব্য করুন: