• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাকিবকে নিয়ে কটাক্ষও করলেন সালমান মুক্তাদির

প্রকাশিত: ১৮:১৬, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
সাকিবকে নিয়ে কটাক্ষও করলেন সালমান মুক্তাদির

সাকিব আল হাসান ও সালমান মুক্তাদির

কোটা সংস্কার এবার রূপ নিয়ে সরকার পতন আন্দোলনের দিকে। যা নিয়ে উত্তাল হয়ে পড়ছে পুরো দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের প্রায় সব শ্রেণির রাস্তায় নেমেছেন, প্রতিবাদ যাচ্ছেন সামাজিক মাধ্যমে। এদিকে উলটো অবস্থানে আছেন দেশের প্রথম সারির ক্রিকেটার সাকিব আল হাসান। 

গত শুক্রবার (২ আগস্ট) নিজের ফেসবুক একটি স্টোরিতে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবিতে দেখা যায়, কানাডার টরোন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন এ ক্রিকেটার। 

উম্মে আহমেদ শিশিরের দেওয়া স্টোরিতে কটাক্ষও করেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সেখানে তিনি লেখেন, দিনটা ভালোভাবেই কাটলো। এরপর লেখা হ্যাসট্যাগ সাফারি, দুটি প্রাণির ইমোজি ও হ্যাসট্যাগ ফ্যামিলিটাইম। 

সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন সালমান। সেখানে তিনি লেখেন, জেনে ভালো লাগলো। কিন্তু এটা কোন প্রাণি?

বিভি/জোহা

মন্তব্য করুন: