• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাংবাদিকের উপর মেজাজ হারালেন জন আব্রাহাম

প্রকাশিত: ১৬:৫৮, ৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
সাংবাদিকের উপর মেজাজ হারালেন জন আব্রাহাম

জন আব্রাহাম

প্রশ্ন পছন্দ না হওয়ায় সবার সামনে সাংবাদিককে হুমকি দিয়েছিলেন জন আব্রাহাম। আসন্ন ছবি ‘বেদা’র প্রচারে গিয়ে মেজাজ হারিয়েছিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এবার একটি সাক্ষাৎকারে জন দাবি করলেন, তাকে রাগানোর জন্য পুরো বিষয়টিই নাকি পূর্বপরিকল্পিত ছিল।

আসন্ন ছবি‘বেদা’র প্রচারে এক সাংবাদিককে ‘মূর্খ’সম্বোধন করে আক্রমণ করেছিলেন জন। কীভাবে মেজাজ হারালেন, ‘এ বার সেই নিয়েই মুখ খুললেন তিনি। অভিনেতা তার নতুন সাক্ষাৎকারে বললেন, আমি জানি, আমাকে প্ররোচিত করতে ও রাগিয়ে দিতেই সেই অনুষ্ঠানে ছিলেন ওই ব্যক্তি। এটাই বলতে চাই, তাদের জয় হয়েছে কারণ আমিই মেজাজ হারিয়ে ফেলি।’

সাংবাদিকতা নিয়েও এই সাক্ষাৎকারে মন্তব্য করেন জন। তিনি বললেন, ‘আমার এই ছবির টিজার মুক্তির অনুষ্ঠান একেবারেই পছন্দ নয়। কুড়ি বছর আগেও এই অনুষ্ঠান একই ভাবে হত, একই সাংবাদিকেরা থাকতেন। তারা একই রকম খারাপ প্রশ্ন করতেন। সঠিক প্রশ্ন কেউ করেন না।’

টিজার মুক্তির অনুষ্ঠানে সেই জনৈক সাংবাদিক জনকে প্রশ্ন করেন, ‘কেন তাকে প্রায় প্রতিটি ছবিতেই একই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে?’ তার উত্তরে জন মেজাজ হারিয়ে বলেছিলেন, ‘ছবি না দেখে কী ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে ছবি দেখুন, তারপর যা বলবেন, মেনে নেব।’ সেই সাংবাদিককে ‘মূর্খ’বলেও সম্বোধন করেন তিনি। জন আরও বলেন, ‘কিন্তু তারপর যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে দেব!’

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2