• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচনের গল্প নিয়ে বাংলাভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘কমন প্রবলেম’

প্রকাশিত: ১৭:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নির্বাচনের গল্প নিয়ে বাংলাভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘কমন প্রবলেম’

সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মাঝে ঘটে যাওয়া নানান মজার বিষয় নিয়ে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। আগামীকাল ০৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’।

আহসান আলমগীর এর রচনা ও তপু খান- এর পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ০৮টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে।

কাহিনী সংক্ষেপ: ঢাকার একটি এ্যাপার্টমেন্টে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে। কেউ ফ্ল্যাট কিনে বসবাস করে, আবার কেউ ভাড়া থাকে। এই এ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত। এ নিয়ে সাবেক চিত্রনায়িকা চম্পাকলি ও ব্যবসায়ী জুলমত আলীর মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্ধিতা। এদিকে সদ্য বিদায়ী সভাপতি জুলমত নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করে বদরুল চৌধুরীকে। কিন্তু জুলমতের পূর্বে দুই বছরের সাবেক সভাপতি চম্পাকলি কিছুতেই বদরুলকে নির্বাচন কমিশনার হিসাবে মানতে রাজি নয়। 

চম্পাকলির দাবি, বদরুলকে নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করে একজন গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে, তা না হলে সে নির্বাচন বর্জন ও প্রতিহত করবে। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধি তরুণ নেতা রাহুল উভয় পক্ষকে সংলাপে বসে মিমাংসার চেষ্টা করে। কিন্তু কেউই রাজি নয়। তারা দুই প্রার্থী নিজ সিদ্ধান্তে অনড়। দুই প্রার্থী তাদের দল ভারী করার জন্য টাকা খরচ করতে থাকে। কিছু সুযোগ সন্ধানী লোক উস্কানী দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা চালিয়ে যায়।

দুই প্রার্থীকেই তাদের সিদ্ধান্তে অনড় থাকতে পরামর্শ দেয়। অবশেষে যেদিন ফাইনাল নমিনেশান পেপার বাছাই হয়, সেইদিন দেখা যায়, চম্পাকলি নমিনেশন পেপার জমা দেয়নি, জুলমত মহা খুশি, সে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। তখনই সামনে আসে আসল ঘটনা। জুলমতের সাথে আরেকটি নমিনেশান পেপার জমা পড়েছে। তার নাম মোশারফ সাহেব। কমিটির এই নির্বাচনকে কেন্দ্র করে এ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে ঘটা নানান কমেডি নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প। গল্পের বাকি অংশটুকু জানতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2