• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যাত্রা শুরু করলো বিনোদন সাংবাদিকদের সংগঠন ‘টেজাব’

প্রকাশিত: ২০:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
যাত্রা শুরু করলো বিনোদন সাংবাদিকদের সংগঠন ‘টেজাব’

দেশের বিভিন্ন টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)’। বিনোদন সাংবাদিকদের মানসিক উন্নতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি এই সংগঠনের মূল উদ্দেশ্য। পাশাপাশি বিনোদন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতে কাজ করবে টেজাব। সংগঠন পরিচালনার জন্য গঠিত হয়েছে ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ। এর সভাপতি নাজমুল আলম রানা, সাধারণ সম্পাদক পদে আছেন বুলবুল আহমেদ জয়।

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। দুপুর ১২টায় রাজধানীর পল্টনের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয় সংগঠনটির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান।

সেখানে সংগঠনের বিভিন্ন কার্যনির্বাহী পদের দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
জানানো হয় সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আফতাব ভূঁইয়া। রাজন হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক পদে জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক মাকসুদুল হক ইমু, সাংগঠনিক সম্পাদক আল কাছির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা কাউসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিন জেবিন, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া ন্যান্সি এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মৌমিতা জান্নাত আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সংগঠনের দুই প্রেসিডিয়াম সদস্য রবিন শামস ও ফাতেমা শাম্মী আয়োজনে উপস্থিত ছিলেন।

আরও ছিলেন দেশের বিভিন্ন টিভি চ্যানেলের বিনোদন বিষয়ক সংবাদকর্মী ও প্রযোজকরা। টেজাবের আত্মপ্রকাশের দিনে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট হেড অনিন্দ্য ব্যানার্জি এবং লিড মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান।

শাহরিন জেবিনের সঞ্চালনায় টেজাবের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান শুরু হয় ছাত্র-জনতার আন্দোলনে হওয়া শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সভায় সব সদস্যদের অনুমতি নিয়ে অনুমোদন করা হয় সংগঠনের গঠনতন্ত্র।

সভাপতি নাজমুল আলম রানা বলেন, ‘টেলিভিশন বিনোদন সাংবাদিকদের এক করার জন্যই আমাদের এই প্ল্যাটফরম। এটি আমাদের দীর্ঘদিনের প্রয়াস। চূড়ান্ত কমিটি গঠনের মাধ্যমে আমরা স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলাম। সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি মানোন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এ সংগঠন ভূমিকা রাখবে।’

বিভি/জোহা

মন্তব্য করুন: