• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রকাশ পেল আকাশ মাহমুদ ও লিটা’র ‘সাহস দিলে’

প্রকাশিত: ১৫:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রকাশ পেল আকাশ মাহমুদ ও লিটা’র ‘সাহস দিলে’

সম্প্রতি প্রকাশ পেয়েছে আকাশ ড্রিম মিউজিক’র নতুন মিউজিক ভিডিও ‘সাহস দিলে’। আশিক মাহমুদের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও লিটা সরকার। সুর ও  সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই। 

গানের ভিডিওতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও লিটা সরকার। পরিচালনা করেছেন আশিক মাহমুদ। গানটিতে কোরিওগ্রাফি করেছেন তরুন নৃত্যপরিচালক গৌরব গোগো।

গান প্রসঙ্গে কন্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘সাহস দিলে’ গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে ফরিদপুরের বিভিন্ন লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিও ভালো লাগবে।

কন্ঠশিল্পী লিটা সরকার বলেন, কন্ঠশিল্পী আকাশ মাহমুদের সাথে ‘সাহস দিলে’ শিরোনামের গানটি অসাধারণ। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক গ্রহন করবে।

নির্মাতা আশিক মাহমুদ বলেন, আকাশ মাহমুদ ও লিটা সরকারের রসায়নটা দারুণ ছিলো।আকাশ ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে নির্মিত ‘সাহস দিলে’ মিউজিক ভিডিওটি  মুক্তি পেয়েছে। গানটি দারুণ হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: