• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সময়ের আগেই সন্তানের জন্ম দিলেন কিয়ারা

প্রকাশিত: ১৮:২৪, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সময়ের আগেই সন্তানের জন্ম দিলেন কিয়ারা

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী

বলিউডের অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী। ১৫ জুলাই মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। 

চলতি বছরই ২৮ ফেব্রুয়ারি সিড-কিয়ারা সুখবর দেন যে, তারা প্রথমবার বাবা-মা হতে চলেছেন। মা কিয়ারা এবং সদ্যোজাত একেবারেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। তবে কিয়ারা ডেলিভারি ডেট ছিল আগস্টে। কিন্তু তারকা জুটির সন্তান সময়ের আগেই চলে এসেছে।  

ডেলিভারির জন্য কিয়ারাকে মুম্বাইয়ের গিরগাঁও এলাকার রিলায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গত সপ্তাহেই সিড-কিয়ারাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকে দেখা যায়, তাদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থের মা রিমা মালহোত্রা এবং কিয়ারার বাবা-মা—জেনিভিভ ও জগদীপ আদবানী। প্রেগন্যান্সির খবর প্রকাশ্য আসার পর থেকেই সিড-কিয়ারা নিজেদের প্রাইভেসি বজায় রেখেছিলেন। 

'শেরশাহ' ছবির শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন এই তারকা জুটি। রিল লাইফ থেকে রিয়েল লাইফে জুটিতে পরিণত হয় ২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি। রাজস্থানে সূর্যগড়ে একেবারে ড্রিমল্যান্ডের মত সাতপাকে বাধা পড়েন সিড-কিয়ারা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2