অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে রুহুল আমিন নামে এক শিক্ষার্থীকে গুলি করায় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন রুহুল আমিন। গত ১৫ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। জানা যায়, এ মামলায় আরও আসামী করা হয় শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও সজিব ওয়াজেদ জয়সহ ১৭৯ জনকে।
বিভি/জোহা
মন্তব্য করুন: