• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতার প্রয়াণ

প্রকাশিত: ১৫:৩৩, ২৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতার প্রয়াণ

পৃথিবীর মায়া ত্যাগ করে গত ২৯ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান  ‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। রনের মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানান। 

ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। রন এলির আরও অনেক টিভি শো ও সিরিয়াল থাকলেও দর্শকের হৃদয়গ্রাহী হয়েছিলেন বনের রাজা টারজান হয়ে। 

১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়েছিল টারজান। দুই সিজনে ৫৭টি এপিসোডে আধুনিক দর্শকদের জন্য এক নতুন টারজান চরিত্রকে তুলে ধরা হয়। সে সময় রন এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। তা করতে গিয়ে দুবার তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে এবং দুবার সিংহের কামড় খেয়েছেন। আর এইসব তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। টারজান সিরিজটি জনপ্রিয়তার জন্যই পরে বিভিন্ন ভাষায় ডাবিং করে বিশ্বের নানা দেশে প্রচারিত হয়েছিল।

এর আগে ১৯৬০-এর দশকের গোড়ার দিকে  ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ এবং ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেন রন। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নিয়ে মন দেন লেখালেখিতে। প্রকাশ করেন দুটি রহস্য উপন্যাসও।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2