• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোথায় আছেন নিপুণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১৯:৪১, ২৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
কোথায় আছেন নিপুণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ঢাকাই সিনেমার সমালোচিত নায়িকা নিপুণ আক্তার। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক বেশ সক্রিয় ছিলেন তিনি। এছাড়াও শেখ সেলিমের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখলে রাখেন নিপুণ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক শিল্পীই দেশ ত্যাগ করেছেন। অনেক আওয়ামীপন্থী তারকা এখনও আত্মগোপনে আছেন। এমনকি সামাজিকমাধ্যমেও কটাক্ষের মুখে পড়ছেন অনেকেই। আর সেই তালিকায় আছেন নিপুণও।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে আছেন ঢাকাই সিনেমার অন্যতম ফ্লপ নায়িকা নিপুণ। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত বিদেশের ছবি পোস্ট করে দেশে নেই বলেই জানান দিচ্ছেন তিনি। কিন্তু নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানালেন ভিন্ন কথা। দেশেই নাকি আছেন নিপুণ। সূত্রটির দাবি, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না। নিজেকে আড়ালে রেখেছেন তিনি।

অন্যদিকে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। বিদেশেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলে ছড়িয়েছেন তিনি। সেখানেও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। 

তবে নিপুণ এখন ঠিক কোথায় অবস্থান করছেন তা নিয়ে এখনও সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সিনেমা সংশ্লিষ্ট অনেকের দাবি, নিপুণ আক্তার জোরপূর্বক শিল্পী সমিতি চেয়ারে বসে অন্যায়ভাবে অনেকের সদস্যপদ বাতিল করেছে। সেকারণে তার শাস্তি হওয়া উচিৎ।

বিভি/জোহা

মন্তব্য করুন: