• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তৌহিদ আফ্রিদি আমার বন্ধু আছে, ভবিষ্যতেও থাকবে: দীঘি

প্রকাশিত: ১৫:০৪, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
তৌহিদ আফ্রিদি আমার বন্ধু আছে, ভবিষ্যতেও থাকবে: দীঘি

তৌহিদ আফ্রিদি ও দীঘি

ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও চিত্রনায়িকা দীঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পর বেশ চাপে আছেন আফ্রিদি। এবার তাকে নিয়ে কথা বললেন দীঘি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। এদিন বিশেষ সম্মাননাও পান এই অভিনেত্রী। সম্মাননা নিয়ে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে। এসময় তৌহিদ আফ্রিদি সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনও প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখবো না এমন নয়। আমি তার বন্ধু আছি, সবসময় থাকবো।’ 

শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দীঘি। বর্তমানে সিনেমা এবং ওয়েব কন্টেন্ট নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। তাই মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্মেও অভিনয় করছেন এই অভিনেত্রী। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2