• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

`পুষ্পা ২` প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে নারীর মৃত্যু, নায়কের নামে মামলা

প্রকাশিত: ০৯:০০, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:১২, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
`পুষ্পা ২` প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে নারীর মৃত্যু, নায়কের নামে মামলা

ছবি: সংগৃহীত

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত `পুষ্পা ২`। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। প্রথমদিনেই হয়েছে বিপুল বক্স অফিস কালেকশন। তবে এর মাঝেই ঘটেছে বিপত্তি। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে প্রাণ গিয়েছে এক নারীর। গুরুতর আহত হয়ে ওই নারীর ১৩ বছরের সন্তান হাসপাতালে।          

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো ছিল  ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার। সাধারণ দর্শকদের সঙ্গে ছবি দেখতে হাজির ছিলেন ছবির নায়ক আল্লু অর্জুন ও নায়িকা রাশমিকা মানদানা। এর ফলে ছিল ভিড়। রাত সাড়ে দশটার দিকে যখন আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে পৌঁছালে ভক্তদের মাঝে তাকে দেখা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হুড়োহুড়ি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ।  

দিলসুখনগরের বাসিন্দা রেবতী ও তাঁর স্বামী ভাস্কর এবং তাঁদের দুই সন্তান শ্রী তেজ (১৩) ও সানভিকাকে (৭) নিয়ে ছবির প্রিমিয়ারে এসেছিলেন। আল্লু অর্জুন আসার সাথে সাথে ভিড় বাড়তে থাকায় পদপিষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, যার ফলে একাধিক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, সিনেমাটি দেখতে এবং সিনেমার প্রধান অভিনেতাদের প্রেক্ষাগৃহে আসার এক ঝলক দেখার আশায় প্রচুর ভিড় জমেছিল। তবে থিয়েটার ম্যানেজমেন্ট বা শিল্পীদের পক্ষ থেকে কোনও খবর দেওয়া হয়নি যে তাঁরা থিয়েটারে আসবেন। ভিড় সামলাতে থিয়েটার কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে বাড়তি কোনও ব্যবস্থা নেয়নি।

হায়দরাবাদের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন," থিয়েটার কর্তৃপক্ষের কাছে তাঁদের আগমনের খবর থাকলেও অভিনেতাদের দলের জন্য আলাদা করে কোনও প্রবেশ করার বা প্রস্থানের জায়গা ছিল না।"

সেন্ট্রাল জোনের ডিসিপি আকাঙ্ক্ষা যাদব জানিয়েছেন, পুষ্পা ২ সিনেমার ইউনিট, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, সন্ধ্যা থিয়েটারের মালিক এবং আল্লু অর্জুনের নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ (অনিচ্ছাকৃত খুন) এবং ১১৮(১) (আঘাত করার শাস্তি) ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2