• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

হঠাৎ আমির খানের বাড়িতে পুলিশের ২৫ কর্মকর্তা

প্রকাশিত: ১৭:৪১, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ আমির খানের বাড়িতে পুলিশের ২৫ কর্মকর্তা

বলিউড সুপারস্টার আমির খানের বাড়ির বাইরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিয়োতে অভিনেতার বাড়ি থেকে পুলিশ কর্মকর্তাদের গাড়ি এবং একটি বাস বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। 

জানা গিয়েছে, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল আমির খানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। তবে এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক খবর প্রকাশ করা হয়নি।

বলিউডের তথ্য শেয়ার করে এমন একটি ইনস্টাগ্রাম পেজে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে পুলিশের গাড়ি ও একটি বাস দেখা যায়। ক্যাপশনে বলা হয়েছে, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল বান্দ্রায় আমিরের বাড়িতে পৌঁছেছে। এর পেছনের কারণ এখনও জানা যায়নি।

https://www.instagram.com/reel/DMmkk0lPClG/?utm_source=ig_embed&ig_rid=8de644e2-651f-4dc1-9c10-e6112dc42be5

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2