• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবার একসঙ্গে প্রীতম হাসান ও তানজিন তিশা

প্রকাশিত: ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবার একসঙ্গে প্রীতম হাসান ও তানজিন তিশা

প্রীতম ও তানজিন তিশা

প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন প্রীতম হাসান ও তানজিন তিশা। ভালোবাসার এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রীতম হাসান ও তানজিন তিশাসহ অনেকেই। 

এদিন তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান ছিলাম। আমরা যারা অভিনয় করি, তাদের সবাই কিন্তু ন্যাচরাল অভিনয় করতে পারেন না, প্রীতম খুব ন্যাচরাল অভিনয় করে। মনেই হয় না, ও অভিনয় করছে। প্রত্যেকটা চরিত্রটা ও খুব সাবলীল্ভাবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একসঙ্গে খুব কম দৃশ্য ছিল কিন্তু যতটুকু কাজ করেছি আমার খুব ভালো লেগেছে। আমি ওর সঙ্গে কাজ পেরে দারুণ খুশি। আরেকটা ব্যাপার, কাজের ক্ষেত্রে সহ-অভিনেতা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রীতম খুব হেল্পফুল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’

অন্যদিকে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন। ২০ ফেব্রুয়ারি চরকিতে আসছে ‘ঘুমপরী’।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2