হারানো নানাকে অবশেষে খুঁজে পেলেন অভিনেত্রী হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছিলেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন জানিয়ে নিজের ফেসবুক ফ্যান পেজে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন অভিনেত্রী। জানান, তার নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইকিং করেও নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুক এই পোস্ট করলে তা অনুরাগীরা শেয়ার করতে থাকেন। যে যার মতো খোঁজ করতে থাকেন হিমির নানাকে। অবশেষে খোঁজ মিলেছে মিমির নানার।
সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে।
এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’
সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।
এর আগে ফেসবুকে হিমি লিখেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।
ফেসবুকে খবরটি জানার পর অনেকে সেটি শেয়ার করেন। হিমি বলেন, সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞ।
বিভি/টিটি
মন্তব্য করুন: