• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবার মেট গালায় শাহরুখ খান

প্রকাশিত: ১৪:৩২, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবার মেট গালায় শাহরুখ খান

শাহরুখ খান

প্রথমবার ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে নতুনভাবে ধরা দিলেন এই গ্লোবাল সুপারস্টার। 

জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের মেট গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।

আরও জানা যায়, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে শাহরুখ একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। এ নিয়ে নায়ক বলেন, 'আমি জিন্স আর টি-শার্টের লোক'। এমনকি কৈশোরে তার প্রথম কেনা পোশাকও ছিল পাঁচ পকেটের একটি ডেনিম।

অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করেই। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। “ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,” বললেন শাহরুখ খান।

বিভি/জোহা

মন্তব্য করুন: