• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজে থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫

প্রকাশিত: ২১:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাবীবুল্লাহ বাহার কলেজে থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫

হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’।

এ আয়োজনে অর্ধশতাধিক জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২০টিরও অধিক মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্রে ফুটে উঠবে দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিস, নতুন প্রজন্মের ভাবনা এবং সমসাময়িক নানা সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা।

প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৫টি চলচ্চিত্রকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদান করবেন কর্ণেল ইমরুল কায়েস (অবঃ), অধ্যক্ষ, হাবীবুল্লাহ বাহার কলেজ।

মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- অজ্ঞাত, হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার, দ্য বয় ইন দ্য টর্ন সুজ, জুলাইয়ের চিঠি, পথ, প্যাসেঞ্জার, ইন্টারোগেশন, ঘোর, পুরান পুতুল, দ্য বন্ড, বেবি গেইম, ওয়ানস আপ অন আ টাইম ইন জুলাই, জয়েনিং লেটার, দ্য বার্ড, দ্য ফ্ল্যাগ, ম্যাজিক রিমোর্ট এবং অন্যান্য।

উৎসবের মূল লক্ষ্য হলো তরুণ নির্মাতাদের সৃজনশীল চলচ্চিত্রকর্ম দর্শকদের সামনে তুলে ধরা এবং দর্শক-শ্রোতাদের মধ্যে রুচিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। আয়োজনে সহযোগিতায় রয়েছে রেইনফরেস্ট মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজ এক্সপ্রেস। চলচ্চিত্রপ্রেমী ও সাধারণ দর্শকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: