• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মেয়ের প্রথম জন্মদিনে কেক বানালেন দীপিকা

প্রকাশিত: ১৯:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মেয়ের প্রথম জন্মদিনে কেক বানালেন দীপিকা

ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের কন্যা দুয়ার প্রথম জন্মদিন পালিত হলো পরিবারের ঘরোয়া আয়োজনে। বিশেষ এই দিনে নিজেই কেক তৈরি করে মেয়ের জন্য চমক দিলেন দীপিকা।

অভিনেত্রী একটি চকোলেট কেকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা গেছে, কেকের এক টুকরো কাটা, মাঝখানে জ্বলছে একটি মোমবাতি। 

কেকের সঙ্গে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘আমার ভালোবাসার ভাষা কী জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করা।’ 

এখনও পর্যন্ত কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনেননি দীপিকা-রণবীর। তবে জন্মদিন উপলক্ষে তাদের ঘরোয়া উদযাপনের মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 

নেটিজেনদের অনেকে লিখেছেন, ‘দয়া করে দুয়ার মুখ দেখান।’ কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘এক বছর হয়ে গেলো? সময় কতো দ্রুত গেলো।’

প্রসঙ্গত, গত বছর দীপাবলির দিন কন্যার নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। সে সময় দুয়ার ছোট্ট পায়ের ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই থেকেই ভক্তদের কৌতূহল—কবে দেখা মিলবে ছোট্ট তারকাসন্তানের মুখের।

অন্যদিকে, সম্প্রতি বিমানবন্দরে দীপিকা-রণবীর ও তাদের কন্যার একটি ভিডিও ভাইরাল হলেও, বিষয়টি ভালোভাবে নেননি দম্পতি। তবুও ভক্তদের উচ্ছ্বাস থেমে নেই—শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

বিভি/এআই

মন্তব্য করুন: