• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন 

প্রকাশিত: ১০:৪৮, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন 

ছবি: ডায়ান কিটন

যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসির খবর।

১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।

পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কিটন বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন। এর মধ্যে রয়েছে তথ্যচিত্র হেভেন, কমেডি ড্রামা আনস্ট্রং হিরোস, হ্যাঙ্গিং আপ।

ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2