আমি হাবা-গোবা না, খুবই রাগী মানুষ: চাষী আলম
ছবি: চাষী আলম
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে চাষী আলমের অভিনয় দর্শককে হাসিয়ে লুটিয়ে ফেলে। কিন্তু পর্দার সেই হাসিখুশি মানুষের বাস্তব জীবনের চিত্রটা যেন সম্পূর্ণ উল্টো। অভিনেতা চাষী আলম নিজেই জানালেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত রাগী মানুষ।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই রাগী স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। চাষী আলম জানান, পর্দায় যেমনই হোক, বাস্তবে তিনি মোটেও ‘হাবা-গোবা’ নন।
নিজের রাগ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী। এটুকু জানি, আমি হাবা-গোবা না। আমি খুবই রাগী মানুষ।’
রাগের কারণে অনেক সময় অস্বস্তিতেও পড়তে হয় তাকে। নিজের এই স্বভাব পরিবর্তনের জন্য ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন তিনি। চাষী আলম বলেন, ‘আমি আমার দর্শক ও ভক্তদের বলি আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমার মাথাটা ঠান্ডা থাকে এবং রাগটা কমে যায়। কারণ রাগ আসলে আল্লাহ তায়ালাও পছন্দ করেন না।’
কিন্তু কেন তিনি এতো রাগ করেন? এ বিষয়ে অভিনেতা চাষী আলমের ভাষ্য, ‘কেন জানি আমার সাথে সবসময় শয়তান ঘোরে! তাই আমার একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন যেন রাগটা নিয়ন্ত্রণে থাকে।’
উল্লেখ্য, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর অসংখ্য নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
বিভি/এআই




মন্তব্য করুন: