• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার রাজ-শিল্পা`র বিরুদ্ধে মামলা 

প্রকাশিত: ২০:০০, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ২০:০১, ১৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
এবার রাজ-শিল্পা`র বিরুদ্ধে মামলা 

রাজ কুন্দ্রা-শিল্পা শেঠি দম্পতির বিরুদ্ধে প্রতারণা ও মানসিক হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। গত ১৪ অক্টোবর এই মামলা করেন তিনি।  ভারতীয় গণমাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করেন শার্লিন নিজেই। 

এর আগে ১৯ জুলাই রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিলো শার্লিন-এর। মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় রাজ-এর বিষয়ে প্রথম বয়ান দেন তিনিই। 

শার্লিন বলেন, রাজ-এর মাধ্যমেই তিনি অ্যাডাল্ট ভিডিওর জগতে আসেন। একটি ভিডিওর জন্য রাজ তাকে ৩০ লাখ রুপি দিতেন। এমন ১৫-২০টি ভিডিওতে কাজ করেছিলেন শার্লিন।

তিনি আরও জানিয়েছেন, শিল্পার সংগে সম্পর্কে সুখী নয় জানিয়ে রাজ তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।
 
কিছু দিন হয় সেই পর্নগ্রাফি মামলায় জামিন পেয়েছেন রাজ কুন্দ্রা। কিন্তু এরই মধ্যে আবার মামলার মুখে পড়তে হলো তাকে। এবারের মামলায় শুধু রাজ কুন্দ্রা নন, শিল্পা শেঠিকেও জড়ানো হয়েছে। দু’জনের নামে মামলা করেছেন অভিনেত্রী শার্লিন।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2