• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

‘ক্লিন ফিড’-এ বাংলাদেশে ফিরলো জি বাংলা

প্রকাশিত: ২১:১৯, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৩৬, ১৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
‘ক্লিন ফিড’-এ বাংলাদেশে ফিরলো জি বাংলা

সরকারের সম্প্রচার নিয়ম মেনেই ক্লিন ফিডে সম্প্রচার শুরু করেছে জনপ্রিয় ভারতীয় চ্যানেল জি বাংলা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ। 

অনুষ্ঠান চলার সময় বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি চ্যানেল সম্প্রচার করার সুযোগ দেশীয় আইনে নেই। নিয়মটি বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে কেবল অপারেটররা বিগত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে।

জানা যায়, কিন্তু ক্লিন ফিড দেয়- এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রেখেছিলো পরিবেশক ও ক্যাবল অপারেটরা। সরকার সে সমস্ত চালানোর জন্য হুঁশিয়ার করে। পরে ক্লিন ফিড দেয় এমন চ্যানেল গুলোর সমপ্রচার পুনরায় শুরু করা হয়। 

এরই ধারাবাহিকতায় এবার জি বাংলাও বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ‘পরীক্ষামূলক’ সম্প্রচারে ফিরলো। শুক্রবার থেকেই দেশের বিভিন্ন জায়গায় ক্লিন ফিডে ‍জি বাংলা সম্প্রচার করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

বর্তমানে দেশে বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, ট্রাভেল এক্সপি ও দূরদর্শন ক্লিন ফিডে সম্প্রচারিত হচ্ছে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: