• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দু`মাসের ছেলেকে রেখেই কি সফরে যাচ্ছেন ইয়াশ-নুসরাত

প্রকাশিত: ১৯:০০, ২৩ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৫২, ২৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
দু`মাসের ছেলেকে রেখেই কি সফরে যাচ্ছেন ইয়াশ-নুসরাত

সংগৃহীত ছবি

কাশ্মীরের পথে রওনা হয়েছেন ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। নুসরাত-এর ইনস্টাগ্রাম স্টোরিতে এয়ারপোর্টে দু’জনের ছবি পোস্ট করেছেন নুসরাত। 

ছবিতে গন্তব্যের বিষয়ে কিছু লেখা না থাকলেও, মনে করা হচ্ছে ভূস্বর্গেই গেলেন তাঁরা। আসলে ইয়স-এর পরের ছবি ‘চিনে বাদাম’-এর প্রযোজক-নায়িকা এখন কাশ্মীরেই। একটি গানের শ্যুট করার জন্য লোকেশন বাছতে তিনি গিয়েছিলেন দুই-তিন দিন আগে। তাই পরিষ্কার বুঝা যাচ্ছে এবার শ্যুটের জন্য গেলেন ইয়াস। সংগে ছায়াসঙ্গীর মতো নুসরাত।

আরও পড়ুন:
ডিপ নেক চেক ড্রেসে অন্য রূপে কঙ্গনা
 রণবীরের সংগে অক্ষয় কুমারের নাচ (ভিডিও ভাইরাল) 

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা 

এবারও ছেলের কোনো ছবি দেননি অভিনেত্রী। তাই দু'মাসের ছেলে সংগে আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে, নুসরাত-এর ঘনিষ্টরা জানিয়েছেন, ছেলেকে এক মুহূর্ত কাছছাড়া করেন না নুসরাত। তাই ‘ব্রেস্ট ফিডিং’ বেবিকে যে ছেড়ে যাবেন না তা স্পষ্ট!

আসলে নুসরাত তখনই ছেলের ছবি সামনে আনবেন, যখন ছেলের বাবা (ইয়াশ) চাইবেন- এমনটাই মন্তব্য নেটিজেনদের।

 

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2