ডিপ নেক চেক ড্রেসে অন্য রূপে কঙ্গনা
								
													বিতর্কের জন্য প্রায়ই খবরে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু তিনি যে একজন ফ্যাশনিস্তা তা অস্বীকার করা যায় না। বিভিন্ন রকমের পোশাকই তিনি ক্যারি করেন আত্মবিশ্বাসের সংগে- তা সে এথনিক হোক বা পশ্চিমী পোশাক।
কঙ্গনা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘ধাকড়’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি।

হলুদ চেকের এই ড্রেস পরেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন কঙ্গনা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা’র ছবি ‘থালাইভি’।

বিভি/এসডি
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: