• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাঁটতে পারছেন না ঋতাভরী 

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৫৯, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হাঁটতে পারছেন না ঋতাভরী 

ঠান্ডা পানীয়ের এক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার এক হোটেলে উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেখান থেকে চারটি ছবি তিনি ইনস্টাগ্রামে দিয়েছিলেন।

ছবির পাশে তাঁর লেখা থেকে জানা গেলো, অনুষ্ঠানের দিন সকালেই গোড়ালিতে ব্যথা পেয়েছেন তিনি। যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। হাঁটতে পারছেন না। লিখেছেন, ‘গত এক বছরে যা যা সহ্য করেছি, তার পর থেমে থাকার প্রশ্নই ওঠে না। তা কাজ হোক বা পূর্ব-প্রতিশ্রুতিই হোক কোনো কিছুকেই বাদ দেব না। অতীতে যা কিছু ঘটেছে, তাতে আমি আরও শক্তিশালী হয়েছি।’

গত মার্চ মাসে জানা গিয়েছিলো, তিনি গুরুতর অসুস্থ। ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন ঋতাভরী। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সময়মতো অস্ত্রোপচার না করালে ফের বাড়বে সমস্যা। তাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। এছাড়া আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। আট মাস শয্যাশায়ী থাকতে হয়েছিলো ঋতাভরীকে। এবার পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে চলতে হচ্ছে তাকে।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2