জন্মদিনে স্বামী`র আয়োজনে অভিভূত মাহিয়া মাহী
 
								
													চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা’র (মাহিয়া মাহী) ২৮তম জন্মদিন বুধবার (২৭ অক্টোবর)। ১৯৯৩-এর ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। মাহী'র জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে স্বামী রাকিব সরকারের যে আয়োজন করেছেন তাতে অভিভূত নায়িকা।
মাহী'র সব থেকে প্রিয় কচুরিপানা ফুলসহ আরও অন্যান্য ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বামী রাকিব সরকারসহ উপস্থিত অন্যান্যরা। আকাশে উড়ানো হয় ২৮টি ফানুস। কেক কেটে উপস্থিত সবাইকে খাইয়ে দেন এই অভিনেত্রী।
জন্মদিন উপলক্ষে স্বামীর আয়োজন নিজের ফেসবুক থেকে অনুষ্ঠানটি লাইভে দেখান মাহী। এই সময় তিনি বলেন, আমি আজকে অভিভূত। কারণ আমি কখনো আমার জন্মদিন সেলিব্রেট করি না। আমি অনেক খুশি। এটা আমার লাইফের বেস্ট বার্থ ডে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
২০১২-তে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মাহী। তিনি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।
বিভি/এইচকে/রিসি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: