• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আরফিন রুমি ও বৃষ্টির নতুন গান ‘প্রেমের পরশে’ (ভিডিও)

প্রকাশিত: ১৭:২৫, ১ মে ২০২২

ফন্ট সাইজ
আরফিন রুমি ও বৃষ্টির নতুন গান ‘প্রেমের পরশে’ (ভিডিও)

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি ও নুসরাত ইসলাম বৃষ্টি’র নতুন গান মুক্তি পেয়েছে। রবিবার (১ মে) প্রেমের পরশে শিরোনামে গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। 

অনুরূপ এইচের লেখা প্রেমের পরশে গানটি সম্পাদনা করেছেন এসএম তুষার। পরিচালনায় ছিলেন মাসুদ রানা অনিক। আর সুরও করেছেন আরফিন রুমি নিজেই। গানটিতে আরফিন রুমির সঙ্গে মডেল হয়েছেন সারাকা।

সাত বছর পর অনুরূপ আইচের গান নিয়ে ঈদে হাজির হলেন আরফিন রুমি। 

গানটির প্রসঙ্গে আরফিন রুমি ইতিমধ্যে বলেছেন, অনেক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্তরা দাবি তুলে আসছেন আমার গান লেখার গুরু অনুরূপ আইচের গান গাওয়ার। এত বছর নানা কারণে আমার গুরুর গান গাওয়া হয়নি। বাণিজ্যিকভাবে গানে ফেরার ব্যাপারেও আমার সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। 

প্রসঙ্গত, ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় আরফিন রুমি একাধিক বিয়ে করে আলোচনার জন্ম দেন। তার বড় স্ত্রীর করা মামলায় জেলও খাটেন।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2