• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঋতুপর্ণাকে জিলাপির সঙ্গে তুলনা, যা বললেন খরাজ

প্রকাশিত: ১৬:৫৮, ৯ মে ২০২২

আপডেট: ১৭:০০, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
ঋতুপর্ণাকে জিলাপির সঙ্গে তুলনা, যা বললেন খরাজ

ঋতুপর্ণাকে জিলপির সাথে তুলনা করায় খরাজ মুখার্জিকে নিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে ঋতুপর্ণাকে জিলাপী বলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন খরাজ মুখার্জী।  

একটি সিনেমার প্রচারে খরাজের কাছে জানতে চাওয়া হয় মিষ্টিজাতীয় কোন খাবারের সঙ্গে কাকে তুলনা করবেন? এই প্রশ্নের জবাবে খরাজ একেকজন অভিনেত্রীকে একেক মিষ্টির সঙ্গে তুলনা করেন। এক পর্যায়ে ঋতুপর্ণাকে তিনি জিলাপির সাথে তুলনা করেন। ঋতুপর্ণা যে কী প্ল্যানে চলে, কী করে, তা বোঝা কঠিন! ঋতুপর্ণার মনের মধ্যে কী চলে তা বোঝা খুবই কঠিন। 

এই মন্তব্যের পর নেটিজেনরা খরাজকে নিয়ে নানান আলোচনা-সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন খরাজ। ভিডিও বার্তায় তিনি বলেন, ধরুন, আমি খুব কালো দেখতে, আমাকে যদি কেউ বলে আপনি অনেকটা কালোজামের মতো দেখতে বা কোনও ফলের সঙ্গে বা কোনও সবজির সঙ্গে যদি আমাকে তুলনা করতে বলে, তখন কেউ যদি বলে খরাজ মানে হচ্ছে একটা কুমড়ো।

তাহলে ঠিক যা হয় আমি ঠিক সেরকমই একটা ভাবনা নিয়ে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন রকম মিষ্টির সঙ্গে তুলনা করেছিলাম। জাস্ট, ঠাট্টার ছলে। 
তিনি আরও বলেন, ঋতুপর্ণাকে আমি অমৃতের সাথেও তুলনা করেছি, কারণ তাকে পাওয়া অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতো। আবার অভিনয়ের ক্ষেত্রে তিনি  একেবারেই অন্যরকম। অভিনয়ের ক্ষেত্রেও মহড়ার সময় ঋতুপর্ণা যেভাবে অভিনয় করেন, পারফরম্যান্সের সময় একেবারে অন্যরূপে ক্যামেরার সামনে ধরা দেন। ঋতুপর্ণা এরকমই একজন আনপ্রেডিক্টেবল অভিনেত্রী। তার মনের ভিতরে কী চলছে, সহজে টের পাওয়া যায় না। তাই ঋতুপর্ণাকে অমৃতির সঙ্গে তুলনা করেছি।’

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, উত্তম কুমারের মৃত্যুর পর টলিউড ইন্ডাস্ট্রি যখন প্রায় ডুবতে বসেছিল, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো তারকারাই হাল ধরেছিলেন।
ভিডিও বার্তাং ঋতুপর্ণার কাছে ক্ষমা চেয়ে তাকে লক্ষী বলে সম্বোধন করেন খরাজ। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2