• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

কলকাতার আরেক পরিচালকের সঙ্গে ‌‘গোপন প্রেম’ মিথিলার

প্রকাশিত: ১৭:৩৩, ২৩ মে ২০২২

ফন্ট সাইজ
কলকাতার আরেক পরিচালকের সঙ্গে ‌‘গোপন প্রেম’ মিথিলার

ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর স্ত্রী হিসেবে কলকাতায় আছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতের প্রেমে পড়েন এবং তাকেই বিয়ে করেন। নতুন করে আবারও প্রেমে পড়েছেন মিথিলা। এমন গুঞ্জন শোনা যাচ্ছে টালিগঞ্জজুড়ে।

সম্প্রতি কলকাতার বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, কলকাতার আরেক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তাদের মধ্যে চলছে ‘গোপন প্রেম’। জানা গেছে, কলকাতার পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে মিথিলার। 

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেবালয় জানান, প্রেম-ট্রেম কিছু নয়, তারা শুধুই বন্ধু। এর বাইরে মিথিলার সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক নেই। শুটিং সেটেই আলাপ হয়েছে। মিথিলার সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত ও বুদ্ধিমতী নারী। তার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে। গানের সেন্স খুব ভালো। কাজ শেষ হয়ে গেছে। এখন খুব একটা কথা হয় না।

সম্প্রতি দেবালয়ের মন্টু পাইলট-টু সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। ওই কাজের খাতিরেই পরিচয় দুজনের।

বিভি/এজেড

মন্তব্য করুন: