• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জায়েদ আমাকে অসম্মান করেনি, ওমর সানী মিথ্যাচার করছেঃ মৌসুমী

প্রকাশিত: ১৪:০৫, ১৩ জুন ২০২২

ফন্ট সাইজ
জায়েদ আমাকে অসম্মান করেনি, ওমর সানী মিথ্যাচার করছেঃ মৌসুমী

এই সময় মিডিয়া পড়ার সব থেকে আলোচিত খবর যে, মৌসুমীকে অসম্মান করে কথা বলায় জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। এর পরিপ্রেক্ষিতে জায়েদ পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন। এই নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান সানী। তবে এই প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। 

সোমবার (১৩ জুন) মৌসুমী গণমাধ্যমকে বলেন, জায়েদ আমাকে কোনো প্রকার অসম্মান করেনি, ওমর সানী মিথ্যাচার করছে। আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

'জায়েদ আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, এই জিনিসটা কেন সামনে আসছে আমি জানি না । এটি যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটি আসলে ঠিক না। এটি আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। ওমর সানী আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না; জানাটা খুব বেশি জরুরি ছিল।’

গত শুক্রবার  ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে এই ঘটনা ঘটে।  দুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে নেটদুনিয়ায়।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2