• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

`চলো না মেঘের সীমানায়`

প্রকাশিত: ২২:৩০, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
`চলো না মেঘের সীমানায়`

বাংলাদেশের নাট্য জগতের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। দৈহিক সৌন্দর্য, ভালো অভিনয়, সাথে এক্সপ্রেশন, সংলাপ বলায় দৃঢ়তা সবকিছু দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছেন তিনি। কাজ করেছেন বেশি কিছু দর্শকপ্রিয় নাটকে। অভিনয়ের পাশাপাশি তিনি সরব থাকেন সামাজিক মাধ্যমেও। ভক্তদের জন্য শেয়ার করেন থাকেন নানান সময়ের ছবি। 

বৃহস্পতিবার (২৩ জুন) নিজের অফিসিয়াল ফেসবুকে একটা ছবি পোস্ট করেন। ছবিতে সাধারণ পোশাকে সাবিলাকে অসাধারণ সুন্দর লাগছিল। আর পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, 'চলো না মেঘের সীমানায়।' আর তার এমন রোমান্টিক লেখা দেখে ভক্তরা মনে করিয়ে দিচ্ছেন হাবিবের জাদু গানের কথা। 

উল্লেখ্য, শৈশব থেকে নাচের প্রতি ঝোঁক ছিল সাবিলার। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবিলা। তিনি তখন প্রথম শ্রেণির ছাত্রী।

সাবিলার শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০১৪ সালে অভিষেক করেন নাটকে। ‘ইউটার্ন’ নাটকটিতে তিনি প্রথম অভিনয় করেন। একুশে টিভিতে প্রচারিত সে নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী। 

বিভি/জোহা

মন্তব্য করুন: