‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা (ভিডিও)

এই মাসের ২৯ তারিখ আসছে চলচ্চিত্র 'হাওয়া'। মেজবাউর রহমান সুমনের এই সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ এখন মুখে মুখে ঘুরছে। এবার এই গানটি গাইলেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
নিজের ফেসবুকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে একটি শেয়ার এই অভিনেতা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, কিছুদিন যাবত ভীষণ মনে আসছে হাশিম মাহমুদ ভাইয়ের কথা। ক্যাম্পাসে শখের বসে গাইতে গাইতে আমরা কজন সিনিয়র-জুনিয়র মিলে একটা ব্যান্ড করলাম । সেই ব্যান্ডের হয়ে হাশিম ভাইয়ের 'বাজি' গানটা আমি গাইতাম । এই গানটা প্রথম শুনেছিলাম সিনবাদ ভাইয়ের গলায় , তিনিই বলেছিলেন হাশিম ভাইয়ের কথা। ভীষণ ইচ্ছে হতো এই মানুষের সাথে যদি কিছুটা সময় কাটানো যেতো , যদি উনি কিছুটা সময় দিতেন! অদ্ভুত সুন্দর কিছু অভিজ্ঞতা বা কিছু প্রভাব হয়তো পাওয়ার সৌভাগ্য হতো। তখন ক্যাম্পাসে চত্বরে উনাকে কখনো পাইনি। উনার মঙ্গল হোক। '
তিনি আরও লেখেন, 'হাশিম ভাইয়ের "সাদা সাদা কালা কালা " গানটা আমাদের কাছে পৌঁছেছে 'হাওয়া' সিনেমার মধ্য দিয়ে। আগামী ২৯ জুলাই হাওয়া সিনেমার শুভমুক্তি। হাওয়া'র জন্য শুভকামনা ।'
এই অভিনেতার গলায় গানটি শুনে প্রশংসা করেছেন অনেকেই। একজন মন্তব্য করেছেন, 'ভাই আপনার গলায় গানটা অনেক ভালো হইছে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাসার। সংগীতে পড়ালেখা শেষ করলেও গানের মানুষ না হয়ে খায়রুল হয়েছেন অভিনয়ের মানুষ। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মূকাভিনয় দিয়ে। তিনি আলোচনায় এসেছেন ক্লোজ আপ কাছে আসার গল্প ‘তোমার পাশে হাটতে দিও’ নাটকে অভিনয় করে।
বিভি/জোহা
মন্তব্য করুন: