• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

‘হাওয়া’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন চঞ্চল চৌধুরী (ভিডিও)

প্রকাশিত: ১৬:৪৭, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১৭:০০, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া'। এই চলচ্চিত্রের একটি গান 'সাদা সাদা কালা কালা' ভাইরাল হয়ে দেশের শ্রোতাদের মুখে মুখে ঘুরছে। গত ২৯ জুলাই সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর থেকে একদিকে কুড়াচ্ছে প্রশংসা, অন্যদিকে হচ্ছে নানান সমালোচনাও। আর এই নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। যিনি এই সিনেমায় চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন। 

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে পরিবার নিয়ে নিজের অভিনীত 'হাওয়া' দেখতে আসেন চঞ্চল চৌধুরী। সেসময় 'হাওয়া' নিয়ে সমালোচনা হচ্ছে, এই বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে এই ভার্সেটাইল অভিনেতা বলেন,  'পৃথিবীতে এমন কোনো শিল্প নেই যেটার কোনো সমালোচনা হয় না। সমালোচনা হতেই পারে। আমার কাজ কারো ভালো লাগবে,কারো ভালো লাগবে না। কোনো কিচ্ছু যায় আসে না তাতে। তবে সমালোচনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো,সমালোচনা যেন গঠনমূলক হয়। আক্রমণাত্মক বা বিদ্রুপাত্মক কিংবা অপমানসূচক যেন না হয়।'

তিনি আরো বলেন, 'এই দিনটি যে হাওয়া বইছে সেটি শুধু হাওয়ার জন্য নয়।এই দিনটি বাংলাদেশের সিনেমার সুদিন।বাংলাদেশের সিনেমার যারা মঙ্গল চান তারা নিশ্চয়ই কটু কথা বলবেন না,গঠনমুলক সমালোচনা করবেন। কোন শিল্পের নিদিষ্ট সীমারেখা নেই যে সেটা সবার কাছে ভালো লাগবে।আর সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে।'

বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক এবং হাওয়ার চেয়ে আরো জনপ্রিয় সিনেমা তৈরি হোক সেই আশাবাদ ব্যক্ত করেন চঞ্চল চৌধুরী। একইসাথে যারা হাওয়া সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছেন বা সমালোচনা করছেন তারা যেন ভালো কাজ করে প্রমাণ করতে পারেন তিনি সেই কামনা করেন।তিনি বলেন,'আপনারা এমন ভালো কাজ করুন যেন বাংলাদেশের বিশ কোটি মানুষ হলে এসে সিনেমা দেখে।যারা সমালোচনা করছে তাদের জন্য আমার শুভকামনা ও দোয়া রইলো।'

'হাওয়া' সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, রিজভি রিজু প্রমুখ। 

বিভি/জোহা

মন্তব্য করুন: