• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নাসির-ইলিয়াসে ব্যর্থ, টাকাওয়ালা নতুন পাত্রের সন্ধানে সুবাহ

প্রকাশিত: ১৮:৩১, ৯ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:২০, ৯ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
নাসির-ইলিয়াসে ব্যর্থ, টাকাওয়ালা নতুন পাত্রের সন্ধানে সুবাহ

ক্রিকেটার নাসির হোসেন, এরপর সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। সিনেমা বা অভিনয় দিয়ে আলোচনায় না এলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন সুবাহ।

ক্রিকেটরা নাসিকে কেন্দ্র করে ক্যারিয়ায়ের শুরু দিকে ভাইরাল হন সুবাহ। এরপর সঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে করে বিচ্ছেদ করে ফের আলোচনায় আসেন। এখন আবার আলোচনায় এসেছে ‘বসন্ত বিকেল’ সিনেমাকে কেন্দ্র করে। 

সিনেমা মুক্তি পাওয়ার আগে নানান কথার মাঝে সুবাহ জানিয়েছেন তার মনের একটি ইচ্ছার কথা। নিজের জন্য কেমন সঙ্গী খুঁজছেন তিনি, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সিঙ্গেল এবং টাকাওয়ালা, সুদর্শন পাত্রকে বিয়ে করতে চান।

সুবাহ অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ আগামী ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। রফিক সিকদার পরিচালিত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছে পুরো টিম। 

বর্তমানে তবে একা জীবনে খুব ভালো আছেন উল্লেখ করে হুমায়রা সুবাহ। বলেন, সিঙ্গেল লাইফে খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ! সবাইকে সিঙ্গেল থাকার পরামর্শ দেব। কথায় আছে না— হাতি মরলেও লাখ টাকা। একজন মেয়ের জীবনে বাবার টাকা আর স্বামীর টাকা খুবই জরুরি।

নিজের শখ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, জীবনে চলতে গেলে টাকার দরকার আছে। স্বামীর টাকার প্রত্যাশা কে না করে বলেন! টাকাওয়ালা, অনেস্ট পারসন, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, চিট করবে না; তাকেই বিয়ে করব।

সুবাহ এখন পর্যন্ত ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে তার প্রথম সিনেমা বসন্ত বিকেল।

আরও পড়ুন: ইমোতে রাত ১২টা বাজলেই শুরু হয় রমরমা ব্যবসা

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2