‘বউ পিটিয়ে’ তোপের মুখে অভিনেতা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান। চলতি বছরের সেপ্টেম্বরে স্ত্রী সৈয়দ আলিজা সুলতানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। আপাতত দুই সন্তানের (সুলতান খান ও ফাতিমা খান) দায়িত্ব নিয়ে আদালতে লড়ছেন প্রাক্তন এই দম্পতি।
গত ২১ সেপ্টেম্বর ফিরোজের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেন আলিজা, যা নিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে এক পোস্টে আলিজা উল্লেখ করেন, আমাদের চার বছরের দাম্পত্য ছিল বিভীষিকাময়। এই চার বছরে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। এছাড়াও আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পাশাপাশি ব্ল্যাকমেইলের শিকার হয়েছি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মারধরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, হাতে-পায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। কিছু জায়গায় রক্ত জমাট বেঁধেছে। চোখেও রয়েছে মারাত্মক জখম। এ ছাড়াও ডাক্তারের প্রেসক্রিপশনের ছবিও প্রকাশ্যে এসেছে। বিষয়টিকে কেন্দ্র করে ফিরোজের বিরুদ্ধে খেপেছেন নেটিজেনরা। কমেন্টবক্সে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিভি/টিটি
মন্তব্য করুন: