• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওমরাহ শেষে আমন্ত্রণ, অপু বিশ্বাস গেলেন সেই গরু বিক্রেতার বাড়ি 

প্রকাশিত: ২২:২২, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৩৯, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ওমরাহ শেষে আমন্ত্রণ, অপু বিশ্বাস গেলেন সেই গরু বিক্রেতার বাড়ি 

ছবি: রইস উদ্দিন ও অপু বিশ্বাস

ওমরাহ করে দেশে ফিরেছেন গরু বিক্রেতা রইস উদ্দিন। দেশে ফিরেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। সে আমন্ত্রণে সাড়া দিয়েই রইস উদ্দিনের বাড়িতে যান অভিনেত্রী অপু বিশ্বাস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন অপু। ৩ মিনিট ১৩ সেকেন্ডের ফেসবুক লাইভে দেখা যায়, গরু বিক্রেতা রইস উদ্দিনের সাথে গ্রামের পথে হাঁটছেন অপু বিশ্বাস। গ্রামের মেঠো পথে কিছুক্ষণ হাঁটার পর বাড়িতে উপস্থিত হন তারা।

অপু নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামে রইস উদ্দিনের বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় অভিনেত্রীর সঙ্গে কাছের কয়েকজন উপস্থিত ছিলেন। অভিনেত্রীকে এক নজর দেখতে সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় ছিলো।
 
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’
 
এরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার বন্যায় ভাসতে শুরু করেন তিনি। এক ভক্ত লেখেন, ভালোবাসার একটা মানুষ।
 
আরেকজন লেখেন, ‘মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক। আমিন।’

চলতি বছর পবিত্র ঈদুল আজহায় পালিত একটি গরু বিক্রির উদ্দেশে রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হয়েছিলেন। গত ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতার জাল নোটের জালিয়াতির শিকার হন।
 
যখন রইস বুঝতে পারেন তার টাকার বান্ডেলে জাল নোট, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। সে মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধের পাশে সহায়তার হাত বাড়ান অপু বিশ্বাসও।
 

জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠন বৃদ্ধের গরু বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করে। তাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ অভিনেত্রীকে জানান, বৃদ্ধ গরু কেনার টাকা সাহায্য পেয়েছেন। তার ওমরাহ পালনের ইচ্ছা রয়েছে। তাই চাইলে ওমরাহ করার জন্য অর্থ সাহায্য দিতে পারেন অপু। সে পরামর্শ মাথায় রেখেই অভিনেত্রী গরু বিক্রেতার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন।
 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2