নয়নের দৃষ্টিতে এখন নেইমার

আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে পূর্ণসমর্থন করছেন নূর এ আলম নয়ন। আগে ভালো লাগতো রোনাল্ডো এখন নেইমার। বিশ্বকাপে ব্রাজিলই সেরা দল বলে জানান এই অভিনেতা।
বাংলা নাটকের জনপ্রিয় নাট্য অভিনেতা নূর এ আলম নয়ন মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। গুণী এই নাট্য শিল্পী অভিনয়ের পাশাপাশি ‘অভিনয় শিল্পী সংঘ’-এর অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নব্বই দশকে থিয়েটারে কাজের মাধ্যমে যাত্রা শুরু করলেও ২০০২ সালে টিভি নাটক শুরু করেন।
বর্তামানে দুটি ওয়েব সিরিজ ‘প্যারাসিটামল’ ও ‘হারাধনের দশটি ছেলে’ কাজ শেষে নিয়মিত ধারাবাহিকে কাজ করছেন এই অভিনেতা।
বড় পর্দায় নিয়মিত কাজ করার ইচ্ছা জানতে চাইলে তিনি বলেন, আমি নাটকের মানুষ নাটকেই বেশি কাজ করি। তবে সিনেমায় ব্যতিক্রম কিছু চরিত্র পেলে কাজ করার ইচ্ছা আছে। এর মধ্যে এম রাহিমের ‘শান’ ছবিতে কাজ করেছি। কাজ করে ভালো লেগেছে।
বর্তমানে মানহীন নাটক তৈরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিভি ছাড়া অনেক প্রচার মাধ্যমেও নাটক প্রচার হচ্ছে এবং অল্প সময়ে জনপ্রিয়তা ও মুনাফা লাভের আশায় অনেকেই নিম্নমানের কাজ করে থাকে।
নতুনদেরকে নাটকে কাজের বিষয়ে বলেন, নতুনদের কাজের প্রতি মনোযোগী ও যত্নশীল হতে হবে। জনপ্রিয়তার পেছনে না ছুটে ভালো কাজ করলে জনপ্রিয়তার আসবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: