• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বুবলীর সঙ্গে বাসর করার অভিজ্ঞতা জানালেন সাইমন!

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:০৪, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বুবলীর সঙ্গে বাসর করার অভিজ্ঞতা জানালেন সাইমন!

গত দুইদিন ধরে সাইমন সাদিক ও শবনম বুবলীর গায়ে হলুদ ও বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিয়ে স্থিরচিত্র প্রকাশ করেছেন চিত্রপরিচালক জসিম উদ্দিন জাকির। 

শুক্রবার (২৫ নভেম্বর) জসিম উদ্দিন জাকির নিজের ফেসবুকে আরও কিছু ছবি পোস্ট করেন। যেখানে বুবলী ও সাইমনকে দেখা যাচ্ছে বিয়ের সাজে। আর এই নবদম্পতির জন্য প্রস্তুত করা হয়েছে অপূর্ব সুন্দর এক বসর ঘর। তবে পুরো ঘটনাটি ঘটেছে সিনেমার প্রয়োজনে। 

জসিম উদ্দিন জাকির পরিচালিত 'মায়া: দ্য লাভ' সিনেমায় জুটি হয়েছেন সাইমন-বুবলী। এ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানতে চাইলে চিত্রনায়ক সাইমন সাদিক বাংলাভিশনকে বলেন,'বুবলীর সঙ্গে এর আগে জাকির হোসেন রাজু পরিচালিত একটি সিনেমায় কাজ করেছি। সে ভীষণ ডেডিকেটেড অভিনেত্রী। আমাদের বোঝাপড়াটা অসাধারণ। আবারও এক সঙ্গে  'মায়া: দ্য লাভ'-এ জুটি হয়েছি, আশাকরি সিনেমাটি দর্শকদের ভালো লাগার জায়গাটা পূরণ করবে।'

সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2