• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বাংলাদেশে আসছে না শাহরুখ-দীপিকার ‘পাঠান’

প্রকাশিত: ১৮:০১, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশে আসছে না শাহরুখ-দীপিকার ‘পাঠান’

পাঠান সিনেমার পোস্টার

ভারতসহ বাংলাদেশেও বেশ আওয়াজ তুলেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন সিনেমা 'পাঠান'। বুধবার ভারতে মুক্তি পাচ্ছে আলোচিত এই সিনেমাটি। সাফটা চুক্তির আওতায় বলিউডের সঙ্গে একই দিন ছবিটি বাংলাদেশেও মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একাধিক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। ‘পাঠান’ সিনেমা মুক্তির বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চিঠিটি পেয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। (২৪ জানুয়ারি) বেলা ৩টায় ‘পাঠান’ মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। এ বৈঠকে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়।

‘পাঠান’ দিয়ে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। দীপিকা, শাহরুখ ছাড়াও এই সিনেমায় আরও আছেন জন আব্রাহাম। সেই সঙ্গে বিশেষ একটি চরিত্রে থাকছেন সালমান খানও। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2