শাকিব ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান অপু বিশ্বাস!

শাকিবের মা-বাবা ও অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার অন্যতম জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। শুধুমাত্র সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনেও জুটি হয়েছিলেন তারা। যদিও ২০১৮ সালের পর থেকে তাদের আর কখনো একসঙ্গে দেখা যায়নি। তাদের ঘরে রয়েছে আব্রাম খান জয় নামে একটি পুত্রসন্তান। বিচ্ছেদের ছয় বছর পর শাকিব ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান অপু বিশ্বাস।
সম্প্রতি কলকাতা বইমেলায় অংশ নিতে পশ্চিমবঙ্গে গিয়েছেন অপু বিশ্বাস। সেখানে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিভিন্ন সময় শাকিব খান ও তার পরিবার সম্পর্কে নানা ধরনের অভিযোগ করেছি। এখন আমার উপলব্ধি হয়েছে, এগুলো আমি আবেগের বশবর্তী হয়ে বলেছি। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি শাকিব খান ও তার পরিবার কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি।’
এ সাক্ষাৎকারে অপু আরও জানান, তার ক্যারিয়ারে যা অর্জন, এর শুধু ২০ শতাংশ নিজের আর বাকি ৮০ শতাংশ কৃতিত্ব শাকিব খানের। কেননা এ নায়কের সঙ্গে জুটি হয়ে ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু।
বিভি/জোহা
মন্তব্য করুন: