• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সিনেমায় অভিষেক নিশোর, হয়ে গেল ‘সুড়ঙ্গ’র মহরত

প্রকাশিত: ২২:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সিনেমায় অভিষেক নিশোর, হয়ে গেল ‘সুড়ঙ্গ’র মহরত

প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লি: -এর যৌথ প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে হালের ক্রেজ দাপুটে অভিনেতা আফরান নিশোর। সুড়ঙ্গ সিনেমায় থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। 

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হয়ে গেলো এই সিনেমার শুভ মহরত। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রথমে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। দেখানো হয় তিনটি ভিডিও চিত্র। 

চরকির ম্যাশ-আপ ভিডিও চলার পর প্রথমেই বক্তব্য রাখেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি কথা দিয়েছিল ১২ মাসে ১২ সিনেমা দর্শককে উপহার দিবে। এবার চরকি সিনেমা হলে দর্শককে নতুন কিছু উপহার দিবে। সেই পরিকল্পনা থেকেই আমাদের উদ্যেগ নেয়া, এগিয়া আসা।’

রেদওয়ান রনি আরও বলেন, ‘আমি মনে করি এই এগিয়ে আসা এই উদ্যেগ সফল হতে চলেছে। নির্মাতা রায়হান রাফী এরই মধ্যে নিজের নির্মাণ দিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। এরকম গল্প, টিম, পরিকল্পনা নিয়ে হাজির হয় তখনই বোঝা যায় যে বড় কিছু একটা হতে যাচ্ছে। তমা মির্জাও নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। আর এই সিনেমায় সবচেয়ে বড় যে আফরান নিশো নিজেই। তাকে নিয়ে তো কিছু বলার নেই। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা বড় পাওয়া হবে বলে আমি মনে করি।’

এরপর মঞ্চে আসেন আলফা আই স্টুডিওজ লি: -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘চরকিকে ধন্যবাদ এরকম একটা উদ্যেগ নেয়ার জন্য। আর আলফা আই লাস্ট ১৫ বছর ধরে চেষ্টা করেছে দর্শকে সব সময় ভালো ও নতুন কিছু উপহার দেয়ার জন্য। এই সিনেমাটার সঙ্গে আমরা এক সাথে যুক্ত হয়েছি বেশ কিছু কারণে। এই সিনেমার মধ্য দিয়ে অনেকগুলো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। চরকির প্রথম সিনেমা হলের সিনেমা। 

প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো এতো সহজ না , সেটা রাফী পেরেছে বা পারে। তমা মির্জা আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী সে বার বার নিয়ে প্রমাণ দিয়েছেন। নিশোর সাথে আমার বহুদিনের পরিচয়, দীর্ঘ যাত্রা আমাদের। অনেক ইমোশন জড়িয়েছে এই সিনেমাটির সাথে। এখন অপেক্ষা সিনেমাটা যেন আমরা দর্শকের জন্য হলে ভালোভাবে মুক্তি দিতে পারি।’

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমার বিষয়টি নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আফরান নিশো, তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী।

অভিনেতা আফরান নিশো বলেন, ‘সবাইকে ধন্যবাদ জ্যাম পার করে এখানে উপস্থিত হওয়ার জন্য। চরকির সাথে আমার জার্নিটা অনেকদিনের। আলফা আইয়ের সাথেও আমার অনেকদিনের সম্পর্ক। সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করবো। জনপ্রিয় ডিরেক্টর শব্দটা রাফির ওউন করে। ওকে আমি এপ্রিশিয়েট করি। তমার সাথে আমার প্রথম কাজ, রাফির সাথেও প্রথম। চরকি ও আলফা আইয়ের সাথে আগে কাজ হলেও বড় পর্দায় সবার সাথেই প্রথম কাজ। এতগুলো প্রথমে একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ড ওয়ার্কিং সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় ধরে এটার সাথে কাজ করছে। পুরো টিম কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তমা মির্জা বলেন, ‘রাফীর সাথে জার্নি বলতে খাঁচার ভিতর অচিন পাখি-তে যে পাখিকে বা তমাকে দর্শকরা দেখেছে যার অনেক কৃতিত্ব পেয়েছি তার কৃতিত্বটা অবশ্যই রায়হান রাফীর। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তার কাছ থেকে শিখছি আমি। নিশো ভাইইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। 

‘তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আমাকে আপনার বড়পর্দার জার্নির সাথে সঙ্গি করে নেয়ার জন্য। আমি দুটো মানুষের কথা বলতে চাই। একজন রনি ভাই আর একজন শাকিল ভাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। সব সময় আমার অভিনয়ের প্রসংশা করার জন্য। আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ।’

সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে জানিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চাই। কিন্তু এই গল্পটা বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধুমাত্র পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। স্টং প্রযোজক দরকার হয়। আমরা প্রডিউসার বলতে যেটা বুঝি। কে অভিনেতা হবে কে অভিনেত্রী হবে কোথায় পোষ্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে, তাকে কষ্ট করে বুঝতে হয় না, সে নিজেই সব বুঝে।’

‘চলচ্চিত্রে সোনালী যুগে আমার প্রডিউসার ছিল। আমি খুব ভাগ্যবান, আমি দুজন প্রডিউসার পেয়েছি। আমার দর্শকদের কাছে অনেক ঋণ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি ভালো ছবি বানানোর। কিন্তু দর্শক যেভাবে এটা দেখেছে, তিনদিন আগে চারদিন আগে টিকিট কেটে সিনেমা দেখলো তাতে দর্শকদের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হলো। এখন আমরা চেষ্টা করছি। আমরা খুব শীগ্রই সুড়ঙ্গের শুটিং এ যাচ্ছি, টানা শুট করে এটা শেষ করবো। আমাদেরকে দোয়া করবেন।’

‘সুড়ঙ্গ’ মহরতের এই আয়োজনে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, মিডিয়া অঙ্গনের অনেকে, সাংবাদিকবৃন্দ, চরকির কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।  

এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি আনন্দযোগ করেছিল সম্প্রতি মুক্তি পাওয়া চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’-এর পরিচালক ও অভিনয় শিল্পীরা।

বিভি/জোহা/এজেড

মন্তব্য করুন: