অবশেষে জোভান ও পূজা চেরীর ভাইরাল ছবির রহস্য সামনে এলো

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও চিত্রনায়িকা পূজা চেরির রোমান্টিক কিছু মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বছরের শেষ ভাগে ছবিগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়। সেই সঙ্গে কথা রটে, জোভান-পূজা নাকি চুটিয়ে প্রেম করছেন!
যদিও সেসময় তারা জানান, এগুলো সবই ছিল শুটিং-এর দৃশ্য। তবে কোন সিনেমা বা নাটকের দৃশ্য ছিল তা জানায়নি।
অবশেষে জানা গেল, সেই ভাইরাল হওয়া সেই ছবিগুলো একটি ওয়েব ফিল্মের দৃশ্য। ‘পরি’ নামের এই ওয়েব ফিল্মটি মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আর নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও পূজা।
ওয়েব ফিল্মটি নিয়ে হিমি বলেন, ‘পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী দেশে ফিরতে চায়। কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছিল না মেয়েটি। অবশেষে তার অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে আসতে এগিয়ে আসেন এক যুবক। সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব ফিল্মটি।’
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লে-তে দেখা যাবে ‘পরি’।
বিভি/জোহা
মন্তব্য করুন: