• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বর্ষাকে ধন্যবাদ দিলেন বুবলি

প্রকাশিত: ১৬:৩০, ৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বর্ষাকে ধন্যবাদ দিলেন বুবলি

ফাইল ছবি

শবনম বুবলি ও আফিয়া নুসরাত বর্ষা দেশের সিনে পাড়ার আলোচিত দুই মুখ। এর মধ্যে নানান কারণে এখন প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হন বুবলি। তবে বর্ষা সিনেমার বাইরে খুব একটা কথা বলেন না।

গেলো রবিবার মধ্যরাত থেকে এই দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে অন্যরকম আলোচনা দেখা গিয়েছে। এই দুই অভিনেত্রী একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন বর্ষা ও বুবলি।

মূলত বর্ষার এক ফেসবুক পোস্ট থেকে শুরুটা। রবিবার মধ্যরাত, আনুমানিক ১২টা নাগাদ বর্ষা তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি পোস্ট করেন। 

ছবিতে দেখা যায়, সাদা রঙের একটি শাড়ি পরে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। এই ছবিটির ক্যাপশনে অভিনেত্রী বর্ষা লেখেন,‘ সুন্দর’। তা আবার বুবলিকে ট্যাগও করেন বর্ষা। 

বর্ষার দেয়া পোস্টটি, সোমবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন বুবলি তাতে লিখেন, ‘ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা’। 

 

বিভি/এসকে/রিসি 

মন্তব্য করুন: