পুলিশ কমিশনারের বিতর্কিত ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন মাহি

গাজীপুরের পুলিশ কমিশনারের বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলতে সম্মেলন ডেকেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
শনিবার (১৮ মার্চ) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন ডেকেছেন মাহি।
ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন মাহিয়া মাহি ও তার স্বামীর। শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।
মাহি বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল শনিবার বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করব। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই-বোনদের প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তুলে ধরব।’
শুক্রবার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিভি/জোহা
মন্তব্য করুন: