• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শৈশবে ফিরে গেলেন সাজু খাদেমরা

প্রকাশিত: ১৮:২৬, ১৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
শৈশবে ফিরে গেলেন সাজু খাদেমরা

সাজু খাদেম, নাজনীন হাসান চুমকি, আহসান হাবিব নাসিমের মতো অভিনেতাদের পরনে স্কুলের সাদা-নীল পোশাক। চোখে-মুখে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ। ছবি দেখে মনে হচ্ছে সত্যি সত্যি স্কুল জীবনে ফিরে গেছেন তারা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেম ঘুরছে এমন কিছু ছবি। ছবিগুলো প্রকাশ করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি।

জানা যায়, এটি মূলত একটি নাটকের ছবি। যার শুটিং চলছে কক্সবাজার সমুদ্র সৈকতে।  নাটকটির নাম ‌‘আজ আমাদের ছুটি’।

নাটকটি নিয়ে সাজু খাদেম বলেন, ‘অনেক বছর পর সবাই যখন স্কুল ড্রেস পরে শুটিংয়ে নামলাম, তখন মনে হলো নিজেদের শৈশবটাকে সত্যিই ফিরে পেয়েছি। সবাই যেন স্কুল জীবনে ফিরে গেছি। শুটিং করছি অনেক মজা করে। আমার মনে হচ্ছে, নাটকটি বিশেষ কিছু হবে।’

রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় ঈদের জন্য নির্মিত এই নাটকে আরও অভিনয় করছেন মাজনুন মিজান, তানভীর মাসুদ, হিমি হাফিজ, সূচনা সিকদার প্রমুখ।

নাটকটির গল্পটা এমন, একদল বয়স্ক লোক কক্সবাজার বেড়াতে যায়। যাওয়ার পর তাদের মনে হয় স্কুল জীবনের কোনও শিক্ষা সফরে এসেছেন তারা।

বিভি/জোহা

মন্তব্য করুন: